ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৪ জানুয়ারি ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সামাউন (২০) ও মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। তবে, পুলিশ পৌঁছানোর আগে স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ভৈরব চলে যান।

হাটিখাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়