বিসিবির নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ডাক
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বর্জনের ডাক ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)।
বুধবার (১৪ জানুয়ারি) বিসিবির পরিচালক নাজমুল ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় দেশের সব পেশাদার ক্রিকেটাররা এই ডাক দিয়েছেন।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জুম সভায় বলেছেন, ‘‘আমাদের বোর্ড পরিচালক যেই কথাটা বলেছেন, এটা আমাদের ক্রিকেট অঙ্গনকে খুবই হার্ট করেছে। এটা গ্রহণযোগ্য নয়। বোর্ড পরিচালক যেই শব্দগুলো ব্যবহার করছে সেগুলো খেলোয়াড়রা গ্রহণ করতে চাচ্ছে না। সেজন্য আমরা এই মুহূর্তে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। উনি যদি আগামীকাল ম্যাচের আগে রিজাইন না করে তাহলে আমাদের সব ধরণের খেলা বর্জনের ডাক দিচ্ছি।’’
এর আগে, এই পরিচালক জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে, ‘ভারতীয় দালাল’ বলেছিলেন। পরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ক্রিকেটারদের নিয়ে কূটক্তি করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে অনড় বিসিবি। আইসিসি-বিসিবি এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। যদি আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করলে তাহলে বিশ্বকাপ বয়কটও করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্র আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেটাররা।
ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না বুধবার এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি পরিচালক নাজমুলকে। ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। উল্টো প্রশ্ন তুলেছেন, ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান ক্রিকেটাররা দিতে পেরেছে কি না!
গণমাধ্যমে নাজমুল বলেন, ‘‘কেনো? (ক্ষতিপূরণ দিতে হবে)। ওরা যদি কিছুই না করতে পারে (কোনো টুর্নামেন্টে), ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি ওই টাকা কি ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। বিশ্বকাপ না খেললে ক্ষতি পূরণ কেন দেব!’’
শুধু ক্রিকেটারদের আর্থিক দিকটিই নয়, ক্রিকেটার, ক্রিকেট বোর্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। নাজমুল বলেন, ‘‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না? আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে হাত থাকবে না, তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কোনো কাজ আছে? একই রকম। মানে, দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল।’’
বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন নাজমুল। দায়িত্বশীল জায়গায় থেকে এমন মন্তব্য আসায় বিব্রত বিসিবিও। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, ‘‘বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এমন সব মন্তব্যের জন্য, যেগুলো অনুচিত, আপত্তিকর বা কষ্টদায়ব বলে বিবেচিত হতে পারে। এসব বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল্যবোধ, নীতিমালা কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে, বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে তাকা ব্যক্তিদের কাছ থেকে যে আচরণতগত মান প্রত্যাশিত, এ ধরণের মন্তব্য তার সঙ্গেও সামঞ্জস্য নয়।’’
‘‘বোর্ড দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, অতীত ও বর্তমানে যারা নিষ্ঠা ও গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন-সব ক্রিকেটারদের প্রতি বিসিবির পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে। ক্রিকেটাররাই বাংলাদেশের কেন্দ্রবিন্দু এবং তাদের অবদান ও কল্যাণ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হয়ে আসছে।’’
‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা ও কল্যাণ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে, খেলাটির সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অঙ্গীকারে বিসিবি অটল।’’
ঢাকা/ইয়াসিন