মার্কিন সেনাদের আশ্রয়দানকারী দেশগুলোতে হামলার হুমকি ইরানের
মার্কিন সেনাদের আশ্রয়দানকারী প্রতিবেশী দেশগুলোকে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন হামলা চালালে তারা আমেরিকান ঘাঁটিতে হামলা চালাবে। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তিনজন কূটনীতিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যার মধ্যে কাতারে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে।
ট্রাম্প বারবার ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে যে ধর্মীয় শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভের একটির বিরুদ্ধে দমন-পীড়নে ২ হাজার ৬০০ জন নিহত হয়েছে।
একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি মূল্যায়ন অনুসারে, ট্রাম্প হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই পদক্ষেপের পরিধি এবং সময় এখনও স্পষ্ট নয়।
দোহার মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের ‘ওয়াশিংটনকে ইরানে আক্রমণ করা থেকে বিরত রাখতে’ বলেছে।
তিনি বলেছেন, “তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে বলেছে যে আমেরিকা যদি ইরানকে লক্ষ্যবস্তু করে তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করা হবে।”
ওই কর্মকর্তা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ বাতিল করা হয়েছে।
ঢাকা/শাহেদ