ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দারুণ বোলিং গড়ে উইজডেন একাদশে মোস্তাফিজুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১৯ জানুয়ারি ২০২৬  
দারুণ বোলিং গড়ে উইজডেন একাদশে মোস্তাফিজুর

বাংলাদেশ ক্রিকেটে এখন চর্চার কেন্দ্রে মোস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএল থেকে তার নাম কেটে দেওয়ার পর থেকে ক্রিকেট বিশ্বের আলো তার উপরে। মোস্তাফিজুরের অবশ্য সেসব নিয়ে খুব ভাবনা নেই। নিজের মতো করে খেলে যাচ্ছেন ২২ গজে।

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে গত বছর দারুণ কেটেছে মোস্তাফিজুরের। সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের তারকা পেসার।

আরো পড়ুন:

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেন গত বছরের পারফরম্যান্সের বিবেচনায় বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে। সেই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর।

সব ধরনের টি–টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই একাদশ গড়া হয়েছে। অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মোস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি।

স্বীকৃত টি–টোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। ওভার প্রতি দিয়েছেন ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও হোল্ডার।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টোয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

ঢাকা/ইয়াসিন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়