খালেদ-ওকস-নাসুমের তোপে অল্পরানে রংপুরকে আটকে রাখল সিলেট
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) দুপুরে রংপুরের মুখোমুখি হয়েছে সিলেট। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার খালেদ আহমদ, ক্রিস ওকস ও স্পিনার নামুস আহমেদ। তাদের বোলিং তোপে ১৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান তুলেছে রংপুর। জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করতে সিলেটকে তুলতে হবে ১১২ রান।
সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরান খালেদ ও ওকস। আর ঘূর্ণিতে বিভ্রান্ত করেন নাসুম। খালেদ ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪টি উইকেট নেন। ওকস ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আর নাসুম আহমেদ ছিলেন আরও কিপটে। তিনি ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ২টি উইকেট। সালমান ইরশাদ ৩ ওভারে ১৯ রানে নেন ১টি।
সিলেটের বোলিং তোপে রংপুর ৯৪ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। আর ১০৮ রানে ৯টি। তাদের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় করেন ৩৩ রান। খুশদীল শাহ ১৯ বলে ৩ ছক্কায় করেন ৩০ রান। আর নুরুল হাসান ২৪ বলে ১ ছক্কায় করেন ১৮।
আজকের ম্যাচে যারা জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিবে এবং তাদের সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সেই সুযোগ কারা করে নেয় দেখার বিষয়।
ঢাকা/আমিনুল