ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু জুলাইয়ে

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৮ মে ২০২৫  
শাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু জুলাইয়ে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাইজিংবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল (বুধবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকেই সব আসন পূরণ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা পহেলা জুলাই থেকে নতুন শিক্ষার্থীদের পাঠদান শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আমাদের সব আসনে ভর্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি কিছু আসনে ভর্তি বাতিল হচ্ছে। এজন্য ১৫ দিনের মতো সময় নিয়ে খালি আসনের বিপরীতে আরেকবার ভর্তির জন্য ডাকা হবে।”

নতুন শিক্ষার্থীদের হলে আসন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে সবাইকে হল বরাদ্দ দিয়েছি। পরবর্তীতে হলগুলো থেকে খালি আসনের সংখ্যা জানানো হলে আমরা মেরিট অনুযায়ী আসন বরাদ্দ দেব।”

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়