ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

তাপস রায়

তাপস রায়

পেশাগত জীবনে সাংবাদিক। লেখালেখি তাঁর নেশাগত। পত্রপত্রিকায় দীর্ঘদিন ধরে লিখছেন। ‘রসিক’ তাঁর পাঠকপ্রিয় একটি সিরিজ। এই সিরিজে চারটি বই প্রকাশিত হয়েছে। ছোটদের জন্যও লিখেছেন। লিখেছেন শিরোনাম সংগীত এবং টেলিভিশন নাটক। তাঁর ‘এই বেশ আতঙ্কে আছি’ রম্যগদ্যগ্রন্থ ২০১৭ সালে কথাসাহিত্যে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারে ভূষিত হয়েছে। তাঁর সর্বশেষ গ্রন্থ ‘বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ আষাঢ়’।