ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাউন্সিলর রাজিব ১৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাউন্সিলর রাজিব ১৪ দিনের রিমান্ডে

অস্ত্র ও মাদক আইনের মামলায় যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের সাতদিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার রাত ১২ টা ১০ মিনিটে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জেসমিন আরা শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এরআগে রাজিবকে আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।

রাত ১১টা ১২ মিনিটে আসামিকে আদালতে তোলা হয়। ১১ টা ৫০ মিনিটে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রাজিবের পক্ষে তার আইনজীবী মো. মেজবা উদ্দিনসহ কয়েকজন রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেখান থেকে আগ্নেয়াস্ত্র, মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেন র‍্যাব-১ এর ডিএডি মিজানুর রহমান।
 

ঢাকা/মামুন খান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়