ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় ইউপি প্রার্থীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪১, ২৮ নভেম্বর ২০২১  
কুষ্টিয়ায় ইউপি প্রার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাত্র ১২ ঘন্টা আগে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ফিরোজা খাতুন (৬০) মারা গেছেন।

শনিবার (২৭ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাত ৮টার দিকে দৌলতপুর হাসপাতালে তিনি মারা ফিরোজা খাতুন।

রোববার (২৮ নভেম্বর) সকালে জানাযা শেষে ফিরোজা খাতুনকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মৃত ফিরোজা খাতুন দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের তুফান আলীর স্ত্রী ছিলেন। তিনি দৌলতপুর ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে বক মার্কা প্রতীক নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার নিজের পক্ষে ভোট চেতে ভোটারদের দ্বারে দ্বারে যান ফিরোজা খাতুন। ক্লান্ত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা খাতুন মারা যান। 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন ও উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম আজম ফিরোজা খাতুনের 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ