ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার সাইমনের আমেরিকান ড্রিম

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার সাইমনের আমেরিকান ড্রিম

সাইমন সাদিক। ছবি: সাগর খান

রাহাত সাইফুল : পোড়ামন খ্যাত চিত্রনায়ক সাইমন সাদিক এবার পরিচালক এম. জসীম উদ্দিনের দি আমেরিকান ড্রিম শিরোনামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেন সাইমন।

এ সিনেমায় সাইমনের বিপরীতে ওপার বাংলার একজন চিত্রনায়িকাকে নেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পপি।

আরো জানা গেছে, শনিবার ৩ অক্টোবর বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে দ্য আমেরিকান ড্রিম সিনেমার মহরত করা হবে। এ সময় সিনেমাটির পরিচালক ও শিল্পীসহ সিনেমাটির কলাকুশীরা উপস্থিত থাকবেন।

নির্মাতা এম. জসীম বলেন, ‘আমার প্রকাশিত উপন্যাস ‘দি আমেরিকান ড্রীম’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র অফিস এর ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের সহযোগিতায় চিত্রায়ণের জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমি বাংলায় উপন্যাসটি রচনা করেছি- তাই বাংলা ভাষায়ও এর চিত্রায়ণ হবে।’

সিনেমাটি প্রসঙ্গে সাইমন সাদিক রাইজিংবিডিকে বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই সিনেমাটির কথা চলছিলো। সিনেমার গল্পটি অনেক চমৎকার। এর বেশিরভাগ শুটিং আমেরিকাতে হবে। তবে দেশেই ছবিটির শুটিং শুরু হবে ২০ জানুয়ারি থেকে। এখানে ছবির ২০ ভাগ কাজের শুটিং হবে। বাকি ৮০ ভাগ কাজ আমেরিকাতেই করা হবে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর আরিফুর জামান আরিফের পরিচালনায় ধুমধাড়াক্কা  সিনেমায় চুক্তিবদ্ধ হন সাইমন।

চিত্রনায়ক সাইমন সাদিক ২০১০ সালে গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। সে বছর জ্বি হুজুর সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালে। এরপর একই পরিচালকের পোড়ামন সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন চিত্রনায়ক তিনি। তোমার কাছে ঋণী, তুই শুধু আমার, স্বপ্ন ছোঁয়া সহ  এ পর্যন্ত সাইমন সাদিক ২০টি সিনেমায় অভিনয় করেছেন সাইমন।

এ নায়কের অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে রানাপ্লাজা, ধ্বংস মানব, তোমার জন্য মন কান্দে, অজান্তে ভালবাসা, চুপি চুপি প্রেম, মাটির পরী, পুড়ে যায় মন সিনমো গুলো।  এ ছাড়া চোখের দেখা, নদীর বুকে চাঁদসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং চলছে।

সম্প্রতি সাফি উদ্দিন সাফি পরিচালিত ব্ল্যাক মানি সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন কেয়া ও মৌসুমী হামিদ। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।



রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৫/রাহাত সাইফুল/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়