ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাইজুলের পর ইতিহাস গড়লেন রাবাদা

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১০ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাইজুলের পর ইতিহাস গড়লেন রাবাদা

তাইজুল ইসলাম ও কাগিসো রাবাদা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের পর ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।  ১১৪তম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় রাবাদার।

 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরপর তিন বলে তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার।

 

ইনিংসের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। দ্বিতীয় বলে ফারহান বেহারদিনকে ক্যাচ দেন লিটন কুমার দাস। তৃতীয় বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান রাবাদা।

 

হ্যাটট্রিক তুলে নেওয়ার পর সৌম্য সরকারকেও সাজঘরের পথ দেখান রাবাদা।



এর আগে ২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশের বাহাতি স্পিনার তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন।  তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হন পানিয়াঙ্গারা, নিয়ম্বু ও চাতারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৫/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়