ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথম ভারতীয় হিসেবে বিদেশি লিগে ইউসুফ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম ভারতীয় হিসেবে বিদেশি লিগে ইউসুফ

ক্রীড়া ডেস্ক: প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন ইউসুফ পাঠান।

হংকং টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন ইউসুফ। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ওই টুর্নামেন্ট। ইউসুফ মনে করছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি বেশ কাজে দেবে। হংকং লিগে খেলার অনুমতি দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান ইউসুফ।

এ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে ইউসুফ পাঠান বলেন, ‘আমাকে সেখানে খেলার অনুমতি দেওয়ার জন্য প্রথমে বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আমি ওই লিগে খেলার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এটা আইপিএলের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। এজন্যই আমি সেখানে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।

৩৪ বছর বয়সি ইউসুফ ভারতের হয়ে সবশেষে ২০১২ সালে মাঠে নেমেছিলেন। হংকং টি-টোয়েন্টি লিগে কওলুন ক্যানটন্সের হয়ে খেলবেন তিনি। তার এই দলটিতে থাকছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন ইউসুফ পাঠান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়