ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেমিফাইনালে পাকিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেমিফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হার দিয়ে শুরু করেছিল পাকিস্তানের যুবারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তারা আফগানিস্তানের কাছে হেরেছিল। এরপর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায়। সেখানে প্রতিপক্ষ হিসেবে পায় দক্ষিণ আফ্রিকাকে। আজ বুধবার সকালে দক্ষিণ আফ্রিকার যুবাদের ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। ১৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১১ রানেই ৫ উইকেট হারিয়ে বসে হারের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। কিন্তু অধিনায়ক আলী যারিয়াব আসিফের ব্যাটিং দৃঢ়তায় জয়ের বন্দরে নোঙর করে তারা। আলী যারিয়াব ১১১ বলে ৫টি চারের সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাকে যোগ্য সহায়তা দেন সাদ খান। তিনি ৬২ বল খেলে করেন ২৬ রান। ৪২ বল খেলে ২৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রোহাইল নাজির।

 


তার আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের লাগাম টেনে ধরেন পাকিস্তানের বোলাররা। বিশেষ করে পেসাররা। তরুণ পেসার মুহাম্মদ মুসা ১০ ওভারে ২৩ রান দিয়ে নেন ১ উইকেট। শাহীন শাহ আফ্রিদি ১০ ওভারে ৩০ রান দিয়ে নেন ২টি উইকেট। আরেক পেসার আরশাদ ইকবাল নেন ১টি উইকেট। বামহাতি অর্থডক্স বোলার হাসান খানের ঝুলিতে যায় ১টি উইকেট। দক্ষিণ আফ্রিকার দুজন ব্যাটসম্যান হন রান-আউট।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ওয়ান্দিলে মাকওয়েতু সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন। ৬৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন নেইমান্দ। ২১টি রান আসে জিয়ান ডু প্লেসিসের ব্যাট থেকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়