ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

স্বাধীনতা দিবসে টগরাই হাট বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা দিবসে টগরাই হাট বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাই হাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।

বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছেন ওয়ালটন গ্রুপে কর্মরত স্থানীয় তরুণরা। মিডিয়া পার্টনার রাইজিংবিডি ডটকম। 



রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল জব্বার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মন্ডল, খাদ্য কর্মকর্তা মফিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাইনুল ইসলাম, আব্দুল হামিদ, মতিয়ার রহমান।

বিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছেন ওয়ালটন গ্রুপে কর্মরত টগরাই হাটের মো. ইউনুস আলী, ফেরদৌস আহমেদ সুমন, আশরাফুল আহমেদ, আইনুল হক, সাইফুল ইসলাম, এনামুল হক, রুবেল মন্ডল ও রাকিব হাসান।



বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা দৌঁড়, লং জাম্প, বিস্কুট দৌঁড়, মোরগযুদ্ধসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।



বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



রাইজিংবিডি/কুড়িগ্রাম/২৬ মার্চ ২০১৭/বাদশাহ্ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়