ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলের নতুন দল রংপুর

স্পোর্টস ডেস্ক : || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৫ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলের নতুন দল রংপুর

রাইজিংবিডি২৪.কম:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নতুন দল হিসেবে যোগ হচ্ছে রংপুর। আগের আসরে ছিল ৬ দল। এবার সাত দলকে নিয়ে বিপিএলের দ্বিতীয় আসর মাঠে গড়াবে। দ্বিতীয় আসরের উদ্ভোধন হবে ১৭ জানুয়ারী এবং খেলা মাঠে গড়াবে ১৮ জানুয়ারী থেকে। তবে এর আগেই ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর সাত ফ্রাঞ্চাইজি দল তাদের পছন্দের খেলোয়াড়দের বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে এবার আগের মতো আইকন খেলোয়াড়ের অপসনটি থাকছে না। গতবারের মতো এবারও নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানী গেম অন। শুক্রবার সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সন্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘আশা করছি বিপিএলের দ্বিতীয় আসর ১৭ জানুয়ারী জমকালো উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে। আর ম্যাচ শুরু হবে পরের দিন থেকে। নিলাম হবে ২০ ডিসেম্বর
এবারের বিপিএলের আসরটি তিনটি ভেন্যুতে হবে। ভেন্যুগুলো হচ্ছে শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

তবে এবারের খেলোয়াড় নিলামে কোনো ভারতীয় ক্রিকেটার থাকবে না বলে জানা গেছে।
গত আসরের দলগুলো— ঢাকা গ্লাডিয়েটর্স, বরিশাল বারনার্স, চিটাগাং কিংস, সিলেট রয়্যালস, খুলনা রয়্যাল বেঙ্গলস এবং দুরন্ত রাজশাহী। বিপিএলের কমিটিও নতুনভাবে তৈরী হয়েছে। গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন আফজালুর সিনহা। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর। সদস্য সচিব হয়েছেন ডা. আইএইচ মল্লিক। তিনি স্থলাভিষিক্ত হয়েছে সিরাজউদ্দিন আলমগীরের।
বিপিএলের প্রথম আসর শেষ হয়েছে প্রায় এক বছর আগে। অথচ দেশী ও বিদেশী ক্রিকেটারদের অর্থ এখনও সম্পূর্ণ পরিশোধ হয়নি। বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ৩০ ডিসেম্বরের আগেই ক্রিকেটারদের যাবতীয় অর্থ পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবার যাতে ক্রিকেটারদের অর্থ পেতে কোনো রকম সমস্যা না হয়, সেজন্য নিলামের পরপরই ক্রিকেটারদের ২৫ শতাংশ অর্থ পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। শেষ ম্যাচের আগে ২৫ শতাংশ এবং টুর্ণামেন্ট শেষে ৬ মাসের মধ্যে বাকি ৫০ শতাংশ অর্থ পরিশোধ করা হবে।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়