ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাস্ট্রপতি অসুস্থ

দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ১৬ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ ডিসেম্বর (রাইজিংবিডি) : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি কয়েকদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য রবিবার তাঁর যুক্তরাজ্য যাওয়ার কথা।

শনিবার বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে থাকার কথা থাকলেও ছিলেন না রাষ্ট্রপতি। অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানের শুরুতেই ঘোষক জানিয়ে দেন, অনুষ্ঠানে সভাপতি শারীরিক সুস্থতার কারণে উপস্থিত হতে পারবেন না। এজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, মহামান্য রাষ্ট্রপতি আসতে পারেননি। আমি তাঁর রোগমুক্তি কামনা করি। তাঁর আশু রোগ মুক্তির জন্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

রবিবার বিজয় দিবসে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানসূচিও বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. শিপলু জামান জানান, রবিবার সকাল সাড়ে নয় ৯টায় যুক্তরাজ্যের উদ্দেশে রাষ্ট্রপতি ঢাকা ছাড়ার কথা রয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি নিয়মিত চেকআপের অংশ হিসেবে যুক্তরাজ্যে যাচ্ছেন। এক সপ্তাহ অবস্থানের পর আগামী সোমবার তার ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য: ৮৩ বছর বয়সি জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়