ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গণসংযোগে বাধা দিলে লাগাতার হরতাল

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ২২ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণসংযোগে বাধা দিলে লাগাতার হরতাল

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৬ ডিসেম্বর ১৮ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচিতে বাধা দিলে টানা ৫ দিনের হরতাল দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়কারী তরিকুল ইসলাম।

তিনি বলেন, গণসংযোগে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া রাজধানীর ৫টি জায়গায় পথসভা করবেন। গাবতলী এলাকা দিয়ে বিএনপি চেয়ারপারসন এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়াও দেশব্যাপী বিরোধী জোটের নেতারা এ কর্মসূচি পালন করবেন। ঢাকায় প্রাথমিকভাবে বৃহত্তর মিরপুর, রমনা, সূত্রাপুর, কোতোয়ালি, ডেমরা, সবুজবাগ, খিলগাঁও, বাড্ডা, গুলশান এবং উত্তরা এলাকায় পথসভার স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবারের মধ্যে স্পটগুলো চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, গণসংযোগ কর্মসূচি উপলক্ষে ঢাকা মহানগর নেতাদের নিয়ে দ্বিতীয় বারের মতো প্রস্তুতি সভা শুক্রবার হয়েছে।
তরিকুল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করলে রেলপথ অবরোধসহ কড়া গণতান্ত্রিক কর্মসূচি দেয়া হবে।’

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তেল মারতে ভারত গিয়েছিলেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তরিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী যশোরে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ কষ্ট পেয়েছে।’

বিরোধীদলীয় নেতা তেল মারতে ভারত গিয়েছিলেন প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে অন্তঃসারশূন্য আখ্যা দিয়ে বলেন, ‘সরকার তেল দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। যাদের তেল দেয়ার অভ্যাস তারাই অপরকে সন্দেহ করে।’
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিজের চরকায় দেয়ার মতো যথেষ্ট তেল নেই বলেই যত্রতত্র তেলের ব্যবহার করছেন।

বিএনপি চেয়ারপারসন ভারতে গিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলছেন বলে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এসব বক্তব্য বিচ্ছিন্ন কোনো কথা নয় ইচ্ছা করেই মিথ্যা বক্তব্য দিয়েছেন।

 শৈত্যপ্রবাহের আভাস দিয়ে আবহাওয়া অধিদফতর সতর্কতা জারি করেছে উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, ‘শৈত্যপ্রবাহের জন্যও প্রধানমন্ত্রী বলতে পারেন যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করার জন্য এ  শৈত্যপ্রবাহ এসেছে এবং এতে বিএনপি-জামায়াতের হাত রয়েছে।’

তিনি বলেন, ‘জামায়াতকে  আওয়ামী লীগই লালন-পালন করে বড় করেছে। বিএনপির সঙ্গে আসলে তারা রাজাকার হয়ে যায়।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘নাই কাজ, খই ভাজ’, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে মিথ্যার খই ভাজছে।
বিএনপি নেতা  তরিকুল ইসলাম বলেন, ‘সরকার আওয়ামী লীগ নেতাদের নামে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করেছে। আর বিরোধী দলের নেতাদের দুর্নীতিবাজ বলছে।

তিনি বলেন, ‘কারো মামলা প্রত্যাহারের দরকার নেই। হাইকোর্টে বিচার চলুক তারপর দেখা যাবে কারা দুর্নীতিবাজ।’

তিনি বলেন, ‘আজম জে চৌধুরী শেখ হাসিনাকে চাঁদা দিয়েছেন এটা তার ভাই শেখ সেলিমই স্বীকার করেছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়