ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রাজনৈতিক অস্থিরতা নিরসনে সংলাপের বিকল্প নেই’

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২২ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাজনৈতিক অস্থিরতা নিরসনে সংলাপের বিকল্প নেই’

রাইজিংবিডি২৪.কম,টাঙ্গাইল:

দেশের রাজনীতিতে চলমান অস্থিরতা নিরসন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহণ নিশ্চিত করতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প নেই বলে আবারো মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।

শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেঙ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মানবতাবিরোধী অপরাধদের চলমান বিচার নিয়ে তিনি বলেন, বিচার কাজ এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র এ বিচারে সহযোগীতা করে যাচ্ছে। আন্তজার্তিক যুদ্ধাপরাধী বিচারের বিষয়ে সরকারকে কিছু পরামর্শও দেয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রদূত মজিনা কুমুদিনী কমপ্লেঙে পৌঁছে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মার্চপাস ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন এবং ৭৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। এসময় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলমসহ যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়