ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেপালের সত্য পাহাড়ে স্বাগতা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
নেপালের সত্য পাহাড়ে স্বাগতা

রাইজিংবিডি২৪.কম:

অভিনয় আর গান নিয়ে এ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বাগতা। সকাল আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘সত্য পাহাড়’ এ অভিনয়ের জন্য ১৮ নভেম্বর নেপাল যাচ্ছেন তিনি।

এ নাটকের গল্প নিয়ে তিনি বাংলানিউজকে বলেন, ‘এ নাটকের গল্পটি এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। এ পরিবারের সবারই একটু নীতিগত সমস্যা থাকে। যেমন, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড থাকে। আর আমার বড় আপু  বোবা, তারও নানা সমস্যা থাকে। একবার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নেপালে সত্য পাহাড় নামে একটা জায়গা আছে। যেখানে গেলে সবারই সমস্যার অবসান হবে। আমরা তাই সবাই সেখানে যাই এবং যাবার পর অনেকটা অদ্ভুতভাবেই সবার সমস্যার সমাধান হয়। গল্পটি মজার আছে’

এ নাটকে স্বাগতা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, মাহফুজ আহমেদ, কুসুম শিকদার, সাঈদ বাবু, মাজনুন মিজান, ভাবনা, সাব্বির, মিঠু প্রমুখ।

উল্লেখ্য, স্বাগতা অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। সেগুলো হলো, ‘রেডিও চকলেট’, ‘পঞ্চম’,‘সংসার সুখের হয় রমনীর গুনে’ ও ‘স্ক্যান্ডাল’।

‘সত্য পাহাড়’ এর শুটিং শেষে আশরাফী মিঠুর ‘পাউরুটি মামলেট’ এবং মাতিয়া বানু শুকুর রচনায় নতুন ধারাবাহিক ‘চুপকথা’তে অভিনয় করবেন তিনি।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়