ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তসলিমার মনে নতুন হাহাকার!

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ২০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তসলিমার মনে নতুন হাহাকার!

ডেস্ক রিপোর্ট : ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন।যার মানে অনেকটাই এ রকম, জীবনের ঝুঁকি নিয়ে তিনি লিখছেন৷ মানবাধিকার, নারীর অধিকার, বাক স্বাধীনতা, সমতাসহ বিভিন্ন বিষয়ে চার দশক ধরে তিনি  লিখছেন৷ অথচ এ সবের বিনিময়ে শেষ পর্যন্ত বাংলার মানুষ কী ‘উপহার’ দিলেন তাকে !

 

স্ট্যাটাসটিতে মনে হচ্ছে, না পাওয়ার এক হা-পিত্যেশ গ্রাস করেছে যেন তসলিমা নাসরিনকে৷ তিনি আবার তার নাম লিখে গুগলে সার্চ করতেও বললেন।

 

সোমবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি ছিল এরকম- ‘চার দশক লিখছি৷ বাংলায়৷ মানবাধিকার, নারীর অধিকার, বাক স্বাধীনতা, সমতা– ইত্যাদির জন্য৷ জীবনের ঝুঁকি নিয়ে৷ বিনিময়ে বাংলার মানুষ কী দিল আমাকে? নিষেধাজ্ঞা, ঘৃণা, কুৎসা৷ তসলিমা লিখে গুগল করলে প্রথম পাতায় কী আসে দেখুন৷’

 

শুধুমাত্র তাই নয়৷ ফেসবুকে লেখিকা এ দিন এমনও বলেছেন, ‘উইকিপিডিয়াতে তো যার যা ইচ্ছে লিখে দিয়ে যায়৷’

 

স্বাভাবিক ভাবেই লেখিকার বহু অনুরাগী তাদের মতামত ব্যক্ত করেছেন ফেসবুকে৷ ওই সব অনুরাগীর মধ্যে কেউ যেমন এই বিষয়টিকে পাত্তা না দেওয়ার জন্য বলেছেন৷ কেউ যেমন এমন না ভাবার কথা বলেছেন৷ তেমনই, কেউ আবার লেখিকার সঙ্গে সহমত পোষণ না করে, তার ব্যাখ্যাও দিয়েছেন৷

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৬/শাহ মতিন টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়