ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাগুরা সদর হাসপাতালে সেবা নিয়ে মতবিনিময়

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরা সদর হাসপাতালে সেবা নিয়ে মতবিনিময়

মাগুরা প্রতিনিধি : সদ্য উদ্বোধনকৃত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্মমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বিশ্বাস।

শনিবার বিকেলে হাসপাতালের সভাকক্ষে প্রতিষ্ঠনটির চিকিৎসা ও ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মাগুরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।

গত ২১ মার্চ প্রধানমন্ত্রী মাগুরা সফরের সময় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালটি উদ্বোধন করেন।

ডা. সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিহির কুরি, সাধারণ সম্পাদক শামীম খান, আবাসিক মেডিক্যাল অফিসার মোক্তাদির রহমান, সাংবাদিক সাইদুর রহমান, আরজু সিদ্দিকী,  অলক বোস, কবির হোসেন, রূপক আইচ, শরীফ তেহরান আলম বক্তব্য রাখেন।

সভা থেকে সদর হাসপাতালকে আরো বেশি সেবাবান্ধব করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সাংবাদিকরা।

সভায় তত্ত্বাবধায়ক আরো জানান, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে কর্মরত কোনো চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে অপারেশন কিংবা চিকিৎসার জন্য গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সাংবাদিকদের উপযুক্ত প্রমাণসহ তাকে জানালে এ বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সদর হাসপাতালকে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্মের হাত থেকে রক্ষারও আহ্বান জানান।



রাইজিংবিডি/মাগুরা/১৫ এপ্রিল ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়