ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ. আফ্রিকার ৬৭ বছরের রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ. আফ্রিকার ৬৭ বছরের রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে ২২০ রানের লিড। সেই লিড বাড়ানোর মিশনে নেমে দুবাই টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৯৬ রানেই। প্রথম ইনিংসে একশ বা এর বেশি রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে কম রানের রেকর্ড এটিই।

আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯৫০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবান টেস্টে প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পেয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল ৯৯ রানে। ৬৭ বছরের সেই বিব্রতকর রেকর্ড থেকে দক্ষিণ আফ্রিকাকে ‘মুক্তি’ দিল শ্রীলঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির এই টেস্ট শ্রীলঙ্কার দুই ইনিংসের মাঝে রানের ব্যবধান ৩৮৬। যেটি তাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলম্বো টেস্টে দুই ইনিংসের মাঝে ৩৮৩ রানের ব্যবধান ছিল শ্রীলঙ্কার আগের সর্বোচ্চ।




রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ