রোনালদোই যেখানে প্রথম
ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের জন্ম দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আরো এক রেকর্ডে নাম লেখালেন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা আটটি মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
সোচিতে কাল রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে । ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোলের সূচনা করেছিলেন রোনালদো।
এই গোলে আরো একটি ‘প্রথমের’ জন্ম দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। প্রথম কোনো পর্তুগিজ খেলোয়াড় হিসেবে টানা চার বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
রোনালদো টানা আটটি মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে গোলের শুরুটা করেছিলেন ২০০৪ সালের ইউরো দিয়ে। গোল করেন ইউরোর পরের আসরেও। আর এবার নিয়ে টানা চার বিশ্বকাপে গোল করলেন সিআর-সেভেন।
রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৮/পরাগ
রাইজিংবিডি.কম