বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এদিন শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধাসহ লাখ লাখ মানুষ। দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, ‘‘মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। প্রায় এক মাস ধরে শতাধিক শ্রমিক স্মৃতিসৌধকে বিজয় দিবসের জন্য প্রস্তুত করেছেন। রঙ করা, নতুন ফুলের গাছ লাগানো, সংস্কার, সিসিটিভি স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।’’
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘‘যাদের আত্মত্যাগে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’’
জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া বাহারি ফুলের গাছ ও টব দিয়ে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সবুজে গাছের পাতা ও ফুলের আভায় সাজানো হয়েছে। শহীদ বেদী ও গণকবরগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। স্মৃতিসৌধের লেক সংস্কার আলোকসজ্জাসহ সকল কাজ সম্পূর্ণ করেছে গণপূর্ত বিভাগ।
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সাভারের পাথালিয়া ইউনিয়নে প্রথম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ মুজিবুর রহমান। পাথালিয়া, টাটীবাড়ী, কুরগাঁওসহ তিনটি মৌজার ৮৪ একর জায়গা নিয়ে শুরু হয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ।
ঢাকা/সাব্বির/রাজীব