ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আতিফ আসলামের কনসার্ট, পাঁচজনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৬, ১৫ ডিসেম্বর ২০২৫
আতিফ আসলামের কনসার্ট, পাঁচজনের বিরুদ্ধে মামলা

আতিফ আসলাম

পুর্বঘোষিত তারিখের একদিন আগে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল হওয়ার ঘটনায় আইনি জটিলতা তৈরি হয়েছে। কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।  

এ মামলার আসামিরা হলেন-আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান, ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, চলঘুরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল ও চেয়ারম্যান প্রমি ইসলাম। 

আরো পড়ুন:

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে প্রতারণার অভিযোগে মামলার আবেদন করেন ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া। 

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলার আবেদন আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। 

গত ১১ ডিসেম্বর আতিফ আসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিক সহায়তা যথাযথভাবে নিশ্চিত করা না যাওয়ায় কনসার্টে অংশ নেওয়া সম্ভব হয়নি। 

বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে আতিফ আসলাম বলেন, “এমন পরিস্থিতিতে অনুষ্ঠান আয়োজন করা নিরাপদ ও সম্ভব নয়।” 

উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় জমকালো আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আতিফ আসলামের পাশাপাশি দেশীয় জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারসসহ আরো কয়েকজন ফোক শিল্পীর মঞ্চে ওঠার কথা ছিল।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়