ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘স্বাধীনভাবে খেলার পাশাপাশি আমরা সিদ্ধান্তও নিতে পারছি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্বাধীনভাবে খেলার পাশাপাশি আমরা  সিদ্ধান্তও নিতে পারছি’

ক্রীড়া প্রতিবেদক : ‘প্রধান কোচ ছাড়াই ত্রিদেশীয় সিরিজ ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে বাংলাদেশ।’

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এমন অভয় দিয়েছিলেন জাতীয় দলের তিন স্তম্ভ মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বোর্ড সভাপতি তাদের উপরে আস্থা রেখে বলেছিলেন, ‘এ সিরিজে মাশরাফি, সাকিব ও মুশফিরাই কোচ।’

মাশরাফি, সাকিব ও মুশফিকের সাথে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। বোর্ড পুরোপুরি জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাঁধে তুলে দিয়েছেন দায়িত্ব। তাদের ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় খালেদ মাহমুদ সুজনকে। মোদ্দাকথা দলের ক্রিকেটারদের উপরই সব দায়িত্ব।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের সাফল্য প্রশংসিত হচ্ছে সিনিয়র ক্রিকেটাররা। মাশরাফির অধিনায়কত্ব, সাকিবের দায়িত্বশীল পারফরম্যান্স, তামিমের নির্ভরতা সেটাই বলছে। তাইতো সাকিব সাফল্যর রহস্য জানতে চাইলে বলেছেন, ‘আমরা স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারছি। আমাদের কাছে মনে হয় এটা একটা বাড়তি পাওয়া।  সুজন (খালেদ মাহমুদ) ভাই আছেন, রিচার্ড (রিচার্ড হ্যালসাল, সহকারী কোচ) আছেন। দুইজনই জানেন আমাদের কি দরকার। দুইজনই এগুলো সরবরাহ করতে পারছেন। আমরা মাঠে পারফরম্যান্স করছি।’



টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়া সাকিব দলের জয়ে এবং নিজের অবদানে সন্তুষ্ট। তবে আজকের ইনিংসটি বড় না করার হতাশাও রয়েছে তার, ‘দলের জন্য অবদান রাখতে পারা সব সময় ভালো একটা অনুভূতি। শেষ  দুইদিন ধরে ভালো পারফরম্যান্স হচ্ছে ব্যাটিং-বোলিং সব বিভাগেই। আজ পুরো ব্যাটিং করলে তো সেঞ্চুরি অবশ্যই হতো। সুযোগও ছিল।’

তিন নম্বর পজিশনে দলের সেরা পারফর্মারকে নিয়ে আসতে সাকিবের উপর আস্থা রাখছিল টিম ম্যানেজম্যান্ট। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭ রান ও আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রান করে সাকিব আস্থার প্রতিদান দিয়েছেন ভালো করেই। পাশাপাশি দুদিনে তামিমের সঙ্গে তার জুটি ৭৮ ও ৯৯ রানের।

তিনে ব্যাটিং নিয়ে সাকিবের ভাবনা, ‘তিনে ব্যাটিং করলে ব্যালেন্স হচ্ছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে যদি হয়ে যায় তাহলে আমাদের ব্যাটিংটা আরও অনেক দৃঢ় হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়