ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মুনাফা ৯৪০ মিলিয়ন রুপি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মুনাফা ৯৪০ মিলিয়ন রুপি

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ, ভারতকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সফলতার সঙ্গে সিরিজ আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পাশাপাশি তাদের ব্যাংকের কোষাগারেও জমা হয়েছে বিপুল পরিমাণ অর্থ।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, নিদাহাস ট্রফি থেকে ৯৪০ মিলিয়ন রুপি মুনাফা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা গণমাধ্যমে বলেছেন,‘শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বাধিক সফল ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ এটি।’


নিদাহাস ট্রফি থেকে শ্রীলঙ্কা ক্রিকেট মোট আয় করেছে ১.৩৮ বিলিয়ন রুপি। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তাবিত আয় ছিল ৬৫০ মিলিয়ন রুপি। মোট আয়ের ১.২৬ বিলিয়ন রূপি এসেছে আন্তর্জাতিক মিডিয়া রাইটস এবং স্পনসরশিপ চুক্তি বিক্রি করে। বাকিটা এসেছে টিকিট বিক্রি এবং অন্যান্য খাত থেকে। শুধুমাত্র টিকিট বিক্রি থেকে আয় করেছে ৮০ মিলিয়ন রুপি।

৬ থেকে ১৮ মার্চ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মোট ৭টি ম্যাচ খেলেছিল দলগুলো। শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশ খেলেছিল ফাইনাল ম্যাচ। তুমুল প্রতিদ্বন্দ্বীতার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত।


বিবৃতি থেকে জানা গেছে, মোট আয়ের ৯০ শতাংশ অর্থ টুর্নামেন্ট ‍শুরুর আগেই কোষাগারে জমা হয়।

সুমাথিপালার আরও বলেছেন,‘আমরা যদি ভালো জায়গায় বিনিয়োগ করি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পাবো। আমাদের পরিকল্পনা ছিল সেরা জায়গায় সেরা ব্যক্তিকে খাটানো। আমরা সেটা পেরেছি। যে ফল এসেছে তাতে আমরা খুশি।’

 

তথ্যসূত্র: ডেইলি মিরর



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়