ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লোকেশকে সুযোগ দেওয়ার পরামর্শ গাঙ্গুলীর, ধোনির সমালোচনা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোকেশকে সুযোগ দেওয়ার পরামর্শ গাঙ্গুলীর, ধোনির সমালোচনা

ক্রীড়া ডেস্ক: আবারো সমালোচনার শিকার মাহেন্দ্র সিং ধোনি। এক সিরিজে খারাপ করলেই ধোনিকে শুনতে হয় তীর্যক মন্তব্য। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাজে পারফরম্যান্স করায় ধোনিকে কাঠগড়ায় আবারও দাঁড় করানো হয়েছে।

এবার তার বিরুদ্ধে সমালোচনা করেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ধোনি ২২ গজের ক্রিজে রান পেতে ‘‘সংগ্রাম’’ করছেন! বিশ্বকাপ শুরু হতে আর এক বছর। এর আগে বিরাট কোহলিকে দল গোছানোর পরামর্শ দিয়েছেন গাঙ্গুলী। বিশেষ করে চার নম্বর পজিশনে ব্যাটসম্যান সেট করার উপদেশ দিয়েছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল নির্বাচনে টিম ম্যানেজম্যান্টের সমালোচনা করেছেন তিনি। লোকেশ রাহুলকে শেষ ম্যাচে দল থেকে বাদ দেওয়ায় ক্ষুগ্ধ গাঙ্গুলী। তার ভাষ্য,‘আপনার চারজন সেরা ব্যাটসম্যান সেরা চারে আছে। তাদের উপর আস্থা রাখতে হবে। লোকেশ রাহুলকে অভয় দিন। আমি তাকে বলতাম, পরবর্তী ১৫টি ম্যাচ তোমার। তুমি তোমার স্বাভাবিক এবং তোমার যেভাবে ইচ্ছে সেভাবে খেল। ভারতের চার নম্বর ব্যাটিং পজিশন ঠিক করা প্রয়োজন।  মাহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও দিনেশ কার্তিক পাঁচ, ছয় এবং সাত নম্বর পজিশনে ঠিক আছে। কিন্তু লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানকে চারে অবশ্যই প্রয়োজন।’

টি-টোয়েন্টি সিরিজে হেডিংলিতে সেঞ্চুরি হাঁকালেও ওয়ানডেতে দুই ইনিংসে ৯ ও শূন্য রান করেন লোকেশ। তৃতীয় ওয়ানডেতে তাকে বাদ দিয়ে নামানো হয় দিনেশ কার্তিককে। রাহুলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরামর্শ গাঙ্গুলীর,‘তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। ম্যানচেস্টারে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছে। ব্রিস্টলে টি-টোয়েন্টিতে অসাধারণ এক ক্যাচে সাজঘরে ফিরেছে ও। নটিংহ্যামে ও নটআউট ছিল। লর্ডসে ভালো করতে না পারায় শেষে তাকে বাদ দেওয়া হল। আপনি ভালো খেলোয়াড় এভাবে তৈরি করতে পারবেন না। তাকে অবশ্যই সুযোগ দিতে হবে।’

ধোনির সমালোচনা করে গাঙ্গুলী বলেন,‘ধোনি ‘‘সংগ্রাম’’ করছে। তাকে আরও আক্রমণাত্মক খেলতে হবে। তাকে সুরেশ রায়নার ওপরে এসে ব্যাটিং করা উচিত। ধোনি যদি ২৪-২৫ ওভার ব্যাটিং করার সুযোগ পায় তাহলে তাকে বড় স্কোর করতে হবে। তবে এই মুহূর্তে রান পেতে ও ‘‘সংগ্রাম’’ করছে। হয়তো সে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে। অসাধারণ খেলোয়াড় ও। কিন্তু শেষ এক বছরে ও নিজের মান অনুযায়ী খেলতে পারছে না।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়