ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবৈধ ইন্টারনেট সেবাদানকারীদের বিরুদ্ধে অভিযানে নামবে বিটিআরসি

বাপ্পা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ ইন্টারনেট সেবাদানকারীদের বিরুদ্ধে অভিযানে নামবে বিটিআরসি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

বুধবার বিকেলে বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুসারে টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা দিতে স্থাপনা নির্মাণ অথবা যন্ত্রপাতি স্থাপন বা পরিচালনা করার জন্য বিটিআরসি থেকে লাইসেন্স নেওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। কিন্তু এ বিধানের ব্যাত্যয় ঘটিয়ে নামে-বেনামে, পাড়া-মহল্লায় লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে ওঠার এবং অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছে।

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫(২) এবং ৫৫(৭) নম্বর ধারা অনুযায়ী, লাইসেন্সবিহীন টেলিযোগাযোগ/ইন্টারনেট সেবা দেওয়া আইনত অপরাধ। এ অপরাধের জন্য অনধিক ৩০০ কোটি টাকা জরিমানা বা ১০ বছর কারাদণ্ড বা উভয় ধরনের দণ্ডের বিধান আছে। এজন্য লাইসেন্সবিহীন বা অবৈধ ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার জন্য বলেছে সংস্থাটি।

 

এ ছাড়াও বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সেবা ও সংযোগ শুধু লাইসেন্সধারী ইন্টারনেট সার্ভিস
প্রোভাইডারদের কাছ থেকে নিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৫/বাপ্পা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়