ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সবচেয়ে উঁচুতে নির্মিত ব্রিজ (ভিডিও)

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১১, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে উঁচুতে নির্মিত ব্রিজ (ভিডিও)

সাতসতের ডেস্ক : চীনে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচুতে নির্মাণ করা  ব্রিজ।

 

ভূমি থেকে ১ হাজার ৮৫৪ ফুট উঁচুতে নির্মাণ করা বেইপানজিয়াং ব্রিজটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। বিশ্বের আর কোথাও এ পর্যন্ত এত উঁচুতে ব্রিজ নির্মাণ করা হয়নি। নিঃসন্দেহে এই ব্রিজে চলাফেরা করা যাত্রীদের জন্য বিষয়টা খুব রোমাঞ্চের।

 

তিন বছর সময় নিয়ে ১৪৬ মিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করে নির্মাণ করা হয় ব্রিজটি। বেইপান নদীর ওপর নির্মিত এই ব্রিজটি ৪ হাজার ৩৯৬ ফুট দীর্ঘ। চীনের সিদু নদীর ১ হাজার ৮৩৭ ফুট উপরে  নির্মিত ব্রিজটিকে পেছনে ফেলে এখন এটিই বিশ্বের সবচেয়ে উঁচুতে নির্মিত ব্রিজ।

 

আর্থিক দিক বিবেচনা করলে অবশ্য ব্রিজটি নির্মাণে বেশি অর্থ ব্যয় হয়নি। ২০১৩ তে আমেরিকায় নিউ বে ব্রিজ নির্মাণে ব্যয় হয় ৬০০ কোটির বেশি ডলার।

 

বেইপানজিয়াং ব্রিজটি সবচেয়ে উঁচুতে নির্মাণ করা ব্রিজ হলেও ফ্রান্সের মিলাউ ভায়াডাক্ট  ব্রিজটি এখনো বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ। এর একেকটি পিলার ১ হাজার ১২৫ ফুট উঁচু। ২০০৪ সালে টার্ন নদীর ওপর নির্মিত হয় ব্রিজটি।

 

ভিডিও -

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/আহমেদ শরীফ/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়