ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তেজনা বাড়ছে কসোভো ও সার্বিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৭ ডিসেম্বর ২০২২  
উত্তেজনা বাড়ছে কসোভো ও সার্বিয়ার

কসোভোর সঙ্গে গত কয়েক সপ্তাহের উত্তেজনা বৃদ্ধির পর সার্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে। প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক জানিয়েছেন, তিনি ‘জনগণকে রক্ষা করতে এবং সার্বিয়াকে রক্ষা করার জন্য সব ব্যবস্থা নেবেন।’

সার্বিয়ার কিছু সংবাদমাধ্যমের দাবি, প্রিস্টিনা উত্তর কসোভোর জাতিগত সার্ব এলাকায় ‘আক্রমণ’ করার প্রস্তুতি নিচ্ছে। এই দাবি বা অভিযোগের ব্যাপারে প্রিস্টিনা সরকার কোনো মন্তব্য করেনি।

জাতিগত আলবেনিয়ান সংখ্যাগরিষ্ঠ দেশ কসোভো ১৯৯৮-৯৯ সালে একটি যুদ্ধের পরে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সার্বিয়া কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং সেখানে বসবাসকারী জাতিগত সার্বরাও বিষয়টি স্বীকার করে না।

বেলগ্রেড অভিযোগ করেছে, কসোভোতে বসবাসরত ৫০ হাজার জাতিগত ‘সার্বের বিরুদ্ধে সন্ত্রাসবাদের’ ষড়যন্ত্র করছে।

প্রিস্টিনা পাল্টা অভিযোগ করে বলেছে, ১০ ডিসেম্বর উত্তর কসোভোর সংখ্যাগরিষ্ঠ সার্ব অঞ্চলে বাধা সৃষ্টিকারী ‘আধাসামরিক বাহিনী গঠনের’ পিছনে বেলগ্রেড মদদ দিয়ে যাচ্ছে।

উত্তেজনা প্রশমনে ইউরোপীয় ইউনিয়ন মধ্যস্থতা করার চেষ্টা করছে। ২৭ সদস্যের ব্লকটি ‘সর্বোচ্চ সংযম এবং অবিলম্বে পদক্ষেপ’ নিতে এবং সার্বিয়া ও কসোভোর নেতাদের ‘ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক সমাধানের’ আহ্বান জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়