ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় দল নিয়ে ভাবেন না শুভাগত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৬ জানুয়ারি ২০২২  
জাতীয় দল নিয়ে ভাবেন না শুভাগত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের চতুর্থ দিন ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাজে শুরু করে ওয়ালটন সেন্ট্রাল জোন। পঞ্চম ও শেষ দিন দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে যখন দল খাদের কিনারায়, তখন ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে অবিচ্ছেদ্য জুটি গড়ে দারুণ সেঞ্চুরিতে ওয়ালটন সেন্ট্রালের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে মাঠ ছাড়েন।

শুধু তাই নয়, ফাইনালের প্রথম ইনিংসেও শুভাগত হাঁকিয়েছেন সেঞ্চুরি। ফাইনালের মঞ্চে তার জোড়া সেঞ্চুরিতে ভর করে তৃতীয়বারের মতো বিসিএল শিরোপার স্বাদ পায় ওয়ালটন সেন্ট্রাল। অধিনায়ক শুভাগতর উচ্ছ্বাসে ভাসা স্বাভাবিক। যখন জানতে চাওয়া হলো, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়ায় জাতীয় দলে ফেরা নিয়ে ভাবেন কি না, তখন খুব একটা চিন্তিত মনে হলো না।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে শুভাগত বলেন, ‘একটা চ্যাম্পিয়ন টিমের হয়ে পারফরম্যান্স করা এবং ফাইনাল ম্যাচে পারফর্ম করা আনন্দের বিষয়। গতকাল আমাদের ভালো একটা দিন ছিল টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছি, আজ আমরা ওয়ালটন সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের স্বস্তির বিষয় এবং ভালো লাগার।’

ফাইনালে ওয়ালটন সেন্ট্রালকে ২১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বিসিবি সাউথ জোন। খেলতে নেমে ৬৮ রান হতেই ৬ উইকেট হারিয়ে ফেলে দল। এরপর শুধু শুভাগত-জাকেরের গল্প। ১৫৩ রানের জুটিতে দলকে চ্যাম্পিয়ন করেন দুজনে। শুভাগত তুলে নেনে টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি।

নিজের পারফরম্যান্স নিয়ে শুভাগত বলেন, ‘যখন যে টিমেই খেলি, যে পজিশনে খেলি, চেষ্টা থাকে ভালো পারফরম্যান্স করা, টিমে অবদান রাখা। সেটাই চেষ্টা করেছি। ফাইনাল ম্যাচে পারফর্ম করে আরো ভালো লেগেছে।’

পুরো টুর্নামেন্ট জুড়ে ধারবাহিক ছিলেন শুভাগত। ১০০ গড়ে চার ম্যাচের ৬ ইনিংসে ৪০০ রান করেন তিনি। তার মধ্যে তিনটিই সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্মার। সবশেষ জাতীয় লিগেও তার দল ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে তিনি ম্যাচ সেরা হয়েছিলেন। ব্যাট হাতে ৫ ম্যাচে করেন ২৫১। এবার নিজেকে আরো ছাড়িয়ে গেলেন।

জাতীয় দল নিয়ে শুভাগতর কী ভাবনা? জানিয়েছেন এই নিয়ে তার কোনো চিন্তা নেই, ‘আমি সেটা নিয়ে চিন্তা করি না, জাতীয় দল নিয়ে চিন্তিত না। যে টুর্নামেন্টগুলো আছে, খেলছি এবং সেগুলো নিয়েই পড়ে আছি।’

তবুও কোনো লক্ষ্য নেই? শুভাগত জানান, পারফরম্যান্স করাই তার লক্ষ্য। এই অলরাউন্ডার বললেন, ‘চেষ্টা করি টুর্নামেন্টগুলো খেলার, পারফরম্যান্স করার, সুযোগ আসলে আসবে।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়