ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় মহিলা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩  
পাবনায় মহিলা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

পাবনা মহিলা পরিষদ জেলা শাখার ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। এরপর শহরের পিসিসিএস সেমিনার হলে পাবনা মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন নাহার জলির সভাপতিত্ব অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু, ওয়াই ডাব্লিউ সি এ সাধারণ সম্পাদক হেনা গোস্বামী প্রমুখ।

বক্তারা বলেন, সমাজ থেকে যে সকল নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, তার বিচার সুনিশ্চিত করার জন্য এই নারী সংগঠন কাজ করছে। পাশাপাশি বিভিন্ন আন্দোলনের সঙ্গেও নারী নেত্রীরা কাজ করে আসছে।
 

শাহীন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়