গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে
আনিস আলমগীর।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
রাজধানীর উত্তরা বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, “মামলা হয়েছে। আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছি।”
উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, “সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
সে সময় ডিবি জানায়, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।
জানা গেছে, ধানমন্ডি-২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর রবিবার রাতে তাকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর রবিবার সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে পরে রাত ৮টার দিকে বের হয়ে যান।
এদিকে, সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ করা হয়।
ঢাকা/মাকসুদ/সাইফ