প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জয়
সচিবালয় প্রতিবেদক : সজীব আহমেদ ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধি ৩ (বি) ১ এর প্রদত্ত ক্ষমতাবলে ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে তাকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৯/আসাদ/রফিক
রাইজিংবিডি.কম