ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় জাকির হোসেন রাজুর অণুকাব্য ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ মার্চ ২০২১  
বইমেলায় জাকির হোসেন রাজুর অণুকাব্য ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’

বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও সাংবাদিক জাকির হোসেন রাজুর অণুকাব্যের বই ‘না ছুঁয়ে তোমাকে ছোঁব’। অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার প্রতিযোগিতায় কবিতা বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি মলাটবদ্ধ করেছে অক্ষরবৃত্ত  প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য ২০০টাকা।

বইটি সম্পর্কে জাকির হোসেন রাজু বলেন, আমরা দিনের পর দিন পাশাপাশি থেকেও অপর পাশের মানুষের ভালোবাসা অনুভব করতে পারি না। পারি না হৃদয়ের ফ্রেমে বন্দী করে রাখতে সতেজ, শুভ্র ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে প্রেম বা ভালোবাসা আসে। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে কখনো কখনো আমাদের হৃদয়ের কাছের মানুষকে ছেড়ে দিতে হয়, চলে যেতে দিতে হয়!!  প্রকৃত প্রেমিক কখনো ভালোবাসা হারিয়ে যেতে দেয় না। স্মৃতির পাতায়, মনের খাতায় সেই ভালোবাসা তারা ধরে রাখে। বইটির মূল উপজীব্য প্রস্ফুটিত হওয়ার আগেই অকালে ঝরে যাওয়া ভালোবাসা।

অমর একুশে বইমেলার ১৪৮ এবং ৩৫৮-৩৬০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়