ব্র্যাকের পঞ্চাশ বছর পূর্তি: ‘হোপ ফেস্টিভ্যাল’ শুরু ৯ ফেব্রুয়ারি
ছবি: রাইজিংবিডি
ব্র্যাকের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের ধারাবাহিকতায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত উৎসব আয়োজন করছে ব্র্যাক।
বাংলাদেশের হৃদয় হতে, সারা বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদযাপন করতে আগামী ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ‘হোপ ফেস্টিভ্যাল’।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীতে একটি হোটেলে ব্র্যাক আয়োজিত তিন দিনব্যাপী উৎসব ‘হোপ ফেস্টিভ্যাল’-এর ঘোষণা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্র্যাক।
আগামী ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতি, শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। অনুষ্ঠান চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা। https://brachopefestival.net/ এই ওয়েবসাইটের লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা কোনো প্রবেশমূল্য ছাড়াই উৎসবে অংশ নিতে পারবেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আমরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী, এই উৎসবের মূল অনুপ্রেরণা ও আয়োজন বাংলাদেশ সব শ্রেণির মানুষের জন্য। কোটি মানুষের জীবনের মোড় পরিবর্তনের উদাহরণ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। সবাইকে নিজ নিজ বাধা পেরিয়ে, স্বপ্ন জয়ের অনুপ্রেরণা দেবে এই আশা ব্র্যাকের।
ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই আয়োজনের অন্যতম লক্ষ্য শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য, এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষত তরুণ সমাজকে সামগ্রিকভাবে দেশের ও নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসতে উৎসাহ জোগাতে চায় ব্র্যাক।
/রায়হান/সাইফ/