ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউড নায়িকাদের বিয়ের সাজ

মুমতাহিনা হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৭ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বলিউড নায়িকাদের বিয়ের সাজ

বিয়ের আসরে ‍শিল্পা শেঠি, বিদ্যা বালান ও কারিনা কাপুর

মুমতাহিনা হক : শুধু সিনেমার কাহিনি নয় নায়িকাদের ব্যক্তিগত জীবন, পোশাক সব কিছুর উপরেই থাকে ভক্তদের দৃষ্টি। সিনেমায় নায়িকাদের বিয়ের সাজ দেখে অনেকেই হয়তো স্বপ্ন দেখেন সেভাবে বধূ সাজার। শুধু রূপালি পর্দায় নয় বাস্তবে নায়িকাদের বিয়ের পোশাকও ছাপ ফেলে তাদের ভক্তদের বিয়ের পোশাকের ফ্যাশনে।

 

পারিবারিক ঐতিহ্য ছাপিয়ে বলিউড নায়িকারা নিজ দেশ ও সংস্কৃতির ধারা বজায় রেখেই সাধারণত তৈরি করে থাকেন তাদের বিয়ের পোশাক। তাই বিখ্যাত বলিউড নায়িকাদের বিয়ের সাজ পোশাক নিয়েই আমাদের আয়োজন।

 

ঐশ্বরিয়া রাই বচ্চন : বিশ্ব সুন্দরী ও বলিউডের স্বপ্নের নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন তার বিয়েতে সেজেছিলেন শ্বাশুড়ি জয়া বচ্চনের পছন্দের কলকাতা স্টাইলে। কাঁচা হলুদ রঙের কাতান শাড়ি এবং মাথায় লম্বা বেণী যা ছিল সাদা ফুলে জড়ানো। মাথায় ছিল টিকলি বা দামনি আর গলায় পাথরের গহনা, হাতে বাজু ও চুড়ি। সম্পূর্ণ দেশীয় সাজে অপরুপা বধূর মতোই লাগছিল ঐশ্বরিয়াকে।


শিল্পা শেঠি : রাজকীয় আয়োজন ও তিন কোটি টাকার গহনায় আবৃত হয়ে নিজ বিয়েতে বউয়ের সাজে সেজেছিলেন শিল্পা শেঠি। বলিউড জগতে উল্লেখযোগ্য বিয়েগুলোর মধ্যে অন্যতম আলোচিত বিয়ে ছিল এটি। দেশী সাজ, গহনা আর লাল সারা জমিন ভারী কাজের দামি শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেন শিল্পা। সঙ্গে খোপায় ফুল তো ছিলই।

 


বিদ্যা বালান : শুধু কলকাতার নন সারা বলিউড জুড়ে খ্যাতি বিদ্যা বালানের। লাল টুক টুকে বাঙালি বউ বলতে যেমনটি বোঝায় ঠিক তেমনি সাজে সেজেছিলেন এ অভিনেত্রী। লাল সোনালী কাতানের ডিজাইন শাড়ি, চুলে খোপা, লাল টিপ, সিঁদুর আর সোনালী রঙের খাঁটি সোনার গহনায় সেজেছিলেন বলিউড ডার্টি গার্ল খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান।

 

দিয়া মির্জা : বলিউডের আরেক সুন্দরী দিয়া মির্জা। সিনেমায় তাকে অনেকবারই বউ সাজতে দেখেছেন ভক্তরা। এ অভিনেত্রী তার বিয়েতে একটু আলাদা রঙের পোশাক পরেছিলেন। নীল ও অফ হোয়াইট রঙের ভারী নকশায় লেহেঙ্গায় বউ সাজেন দিয়া। আর হালকা গহনার সঙ্গে ছিল টায়রা ও টিকলি। চুড়ি পরে এবং মেহেদী দিয়ে হাত রাঙিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড এ সুন্দরী।


সিনেমার জগতে বিভিন্ন সাজে সাজলেও বাস্তব জীবনের বিয়েতে বলিউড নায়িকারা মূলত তাদের পারিবারিক ঐতিহ্যকে ঘিরেই সেজেছেন। যা বধূ বেশে তাদের ব্যক্তিত্বকে করেছে আরও সমৃদ্ধ ও ভক্তদের কাছে তাদের করেছে আরো জনপ্রিয়।



রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৪/মারুফ/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়