ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবির মুজিব হলকে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে ঘোষণা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৩, ১৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির মুজিব হলকে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে ব্যানার লাগিয়েছেন হল সংসদের নেতারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসজুড়ে বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলটির নতুন নাম ঘোষণা করেন। রাত ২:১০ মিনিটে হলগেটে ‘শহীদ ওসমান হাদী হল' শীর্ষক ব্যানার টানিয়ে দেন।

আরো পড়ুন:

এ সময় কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ করার প্রস্তাবও উত্থাপন করেন।

এই বিষয়ে হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন। যেসব কালচারাল ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন।

তিনি আরো বলেন, এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাদের নাম বাদ দিয়ে শহিদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।

মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, “মুজিবের সন্তানদের একের পর এক হত্যাকাণ্ড চলছেই। হলের শিক্ষার্থীরা দুইবার ভিসিকে স্মারকলিপি দিয়েছে। কিন্তু, ক্যাম্পাসে কিছু প্রশাসন এবং স্বার্থান্বেষী প্রভাবের কারণে মুজিব ও তার স্ত্রীর নামে থাকা হলের নাম পরিবর্তন হয়নি। হাদি ভাইয়ের মৃত্যু আমাদের ভুলের ফল। তাই মুজিব হলের নাম পরিবর্তন করে শহিদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ করা হয়েছে।”

এজিএস মুশফিক তাজওয়ার মাহী বলেন, “খুনির নামে হল রাখা যাবে না। মুজিবের নামে কোনো হল আমাদের আর চাই না। মুজিব হলকে ‘শহীদ শরীফ ওসমান হাদী’র নামে নামকরণ করা হবে।”

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়