আগামীকাল যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, চলবে অফিসিয়াল কার্যক্রম
যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাষ্ট্রীয় শোক ঘোষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সকল ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে, অফিসিয়াল কার্যক্রম চলবে। শুক্রবার বিকাল ৪টায় সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে জরুরী ভিত্তিতে এক অনলাইন মিটিংয়ে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল যবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
ঢাকা/ইমদাদুল/জান্নাত