পাঠ্যবইয়ে ভুল, দায় নেবে কে
প্রতিবছরই বিনামূল্যের বই বিতরণের পর নানা অসঙ্গতি-ভুল উঠে আসে। এবারও অসংখ্য ভুল পাওয়া গেছে নতুন বইয়ে। তবে, এভাবে নিয়মিত বইয়ে ভুল তথ্য দেওয়ার মাধ্যমে বিতর্ক সৃষ্টি নতুন প্রজন্মের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা প্রশ্ন তুলেছেন, বছরের পর এভাবে কোমলমতি শিক্ষার্থীদের ভুলবার্তা দেওয়ার দায় নেবে কে?