ভাড়া নিয়ন্ত্রণে রেখে বাসের সংখ্যা বাড়ানোর দাবি
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহন-দূরপাল্লার বাসে অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করছে সাধারণ যাত্রীসহ সচেতন মহল। তাদের মতে, অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের কথা থাকলেও চালক-হেল্পাররা তা মানছেন না। এছাড়া, যেখানে আগের চেয়ে দ্বিগুণ বাসের প্রয়োজন, সেখানে বরং কমিয়ে দেওয়া হয়েছে। এরফলে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলার কথা থাকলে সেই নির্দেশনা মানা হচ্ছে না। এভাবে চলতে থাকলে জনদুর্ভোগ বাড়বে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাইলে সড়কে বাসের সংখ্যা বাড়াতে হবে। না হলে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করতে হবে বলেও তারা মনে করেন।