ঢাকা     মঙ্গলবার   ০৬ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

রাইজিংবিডি স্পেশাল

তামাক নিয়ন্ত্রণ ঘোষণায় সর্ষের ভূত ‘ডিএসএ’

তামাক নিয়ন্ত্রণ ঘোষণায় সর্ষের ভূত ‘ডিএসএ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুধীসমাজ, তামাকবিরোধী বিভিন্ন সংগঠন ও অধিকাংশ সংসদ সদস্যের প্রচেষ্টা এবং সর্বোপরি ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টি হওয়ায় তামাক চাষ ও এর ব্যবহার কিছুটা কমেছে। কিন্তু, প্রতিনিয়ত তামাক কোম্পানিগুলোর চতুরতা এবং নিয়ম-নীতিকে ফাঁকি দেওয়ার মানসিকতার কারণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সফল হচ্ছে না। এরকম একটি বিষয় হলো—ধূমপানের জন্য নির্ধারিত এলাকা বা ডেজিগনেটেড স্মোকিং এরিয়া (ডিএসএ)। ‘স্মোকিং জোন’ হিসেবে এটি বহুল পরিচিত। বিষয়টি অনেকটা তামাক নিয়ন্ত্রণ ঘোষণায় সর্ষের ভূতে পরিণত হয়েছে। 

শনিবার, ২৭ মে ২০২৩, ২২:৪৯

রাইজিংবিডি স্পেশাল বিভাগের সব খবর