ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড 

মোস্তাফা ইমরান রাজু, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৫:১০, ১ জানুয়ারি ২০২১
মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড 

করোনায় আক্রন্তের সর্বোচ্চ রেকর্ড দিয়ে বছর শেষ করলো মালয়েশিয়া। একদিনে দেশটিতে সর্বোচ্চ ২ হাজার ৫২৫ জন করোনায় সংক্রমিত হয়েছে।  মারা গেছে ৮ জন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তানশ্রী ডক্টর নুর হিশাম আব্দুল্লাহ।  

এদিকে, অন্য এক অনুষ্ঠানে হিশাম আব্দুল্লাহ বলেন, করোনার সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি।  জনগণকে এ নিয়ে সতর্ক করে সামাজিক দূরুত্ব, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক নিয়মিত ব্যবহার করারও পরামর্শ দেন ডিজি। এর আগে নতুন বছর ঘরে থেকে পালনের জন্য দেশের জনগণকে নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।  নতুন বছর উপলক্ষে স্থানীয় সময় (৩১ ডিসেম্বর) রাত ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। 

দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১০ জন।  সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৮ হাজার ৯৪১ জন্য।  চিকিৎসাধীন আছেন ২৩ হাজার ৫৯৮ জন। 

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার পরও দ্বিতীয় দফা সংক্রমণ  ঠেকাতে হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। 

মালয়েশিয়া/রাজু/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়