ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

মালয়েশিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:২৩, ২৫ জানুয়ারি ২০২১
মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে ওষুধ বিক্রির অভিযোগে আজম নামে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) দেশটির পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার বেশকিছু ওষুধ ও পণ্য অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগ রয়েছে আটক বাংলাদেশির বিরুদ্ধে। 

পুলিশ জানায়, সম্প্রতি দেশটির পেরাক প্রদেশের কাস্টমস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল যৌথভাবে অভিযান চালিয়ে ঐ বাংলাদেশির ৫টি কারখানার সন্ধান পেয়েছে। মালয়েশিয়ান স্ত্রীর নাম ব্যবহার করে পরিচালিত এসব কারখানা থেকে অবৈধভাবে নকল পণ্য বাজারজাত করতেন তিনি।

এদিকে, অবৈধ ও নকল ওষুধ আমদানির অভিযোগে তার স্ত্রী স্থানীয় নাগরিক হালিমা বিনতি ইসমাইল আটক করে।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও পেরাক প্রদেশের কাস্টমস কোম্পানির পরিচালক হিসাবে হালিমাকে তদন্তের স্বার্থে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।  পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। 

মালয়েশিয়া/রাজু/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়