ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউ জার্সিতে বন্যায় ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২ সেপ্টেম্বর ২০২১  
নিউ জার্সিতে বন্যায় ১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে হঠাৎ বন্যা হাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে নিউ জার্সিতে এক গাড়িচালক মারা গেছেন। 

স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এমন বৃষ্টির পর নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল ও শহরের মেয়র বিল ডি ব্লাসিও যৌথভাবে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে নিউ জার্সি অঙ্গরাজ্যেও জরুরি অবস্থা জারি করা হয়।

নিউ জার্সির প্যাসাইক শহরের মেয়র হেক্টর লোরা জানান, নিউ জার্সি শহরে বন্যার পানিতে একজন গাড়িচালকের মৃত্যু হয়েছে।

রাজ্যের অনেকাংশে বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বন্যাকবলিত নেয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। নিউ জার্সি ট্রানজিট আটলান্টিক সিটি লাইন ছাড়া সমস্ত রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে। বুধবার গভীর রাতে নিউ ইয়র্ক সিটির প্রায় সব সাবওয়ে লাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

ঢাকা/ছাবেদ সাথী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়