ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেনেড হামলার রায় কার্যকর দাবি চীন আ.লীগ নেতাদের

এম এস ইসলাম, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৩ আগস্ট ২০২২  
গ্রেনেড হামলার রায় কার্যকর দাবি চীন আ.লীগ নেতাদের

আওয়ামী লীগ চীন শাখার উদ্যোগে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন, প্রতিবাদ সভা, এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

রোববার সন্ধ্যায় চীনের গুয়াংজো এবং নানচাং শহরে এই প্রতিবাদ সভা এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সংগঠনের সভাপতি মো. জনি বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল মোমিন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. শামীম শেখ, মো. জয় হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক মো.খাজা আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফরিদ রহমান, ছাত্রলীগকর্মী রকিনুল ইসলাম নিশানসহ অন্যান্য নেতারা।

সভায় বক্তারা বলেন, গ্রেনেড হামলার অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়