ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে যুব প্রতিনিধিদের নিয়ে সংলাপ

ছাইয়েদুল ইসলাম, চীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:২২, ২০ আগস্ট ২০২৪
চীনে যুব প্রতিনিধিদের নিয়ে সংলাপ

বাংলাদেশের অংশগ্রহণে চীনে ‘তারুণ্যের শক্তিতে অবদান রাখুন এবং একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তুলুন’ এই থিম নিয়ে ‘২০২৪ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইয়ুথ লিডারস ডায়ালগ উইথ চিয়াংশি’ প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দিনব্যাপী সংলাপটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক ফান ইয়ংয়ের সভাপতিত্বে চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়।

দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সহযোগিতায় সংলাপটি চিয়াংশি পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস, চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি যৌথভাবে আয়োজন করে।

চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট শেন শিন, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে এবং ইরান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস চেয়ারম্যান মেহদি নাদি সহ অন্য অথিতিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে সংলাপে অংশগ্রহণকারী চীনা ও বিদেশি তরুণ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং চিয়াংশি প্রদেশের পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি বলেন, ইভেন্টটি তরুণ প্রতিনিধিদের সাংস্কৃতিক দূত, চিয়াংশি এবং বিশ্বের বিভিন্ন দেশের বোন শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের প্রচারের জন্য ভবিষ্যতের বহুমুখী সহযোগিতার প্রবর্তক হিসেবে গড়ে তোলার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করছি।

বাংলাদেশ, ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, মাদাগাস্কারসহ ২২টি দেশের ২০০ জনের বেশি যুব প্রতিনিধিরা এ সংলাপে অংশগ্রহণ করেন।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়