ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের নিরাপদ দেশ হিসেবে আমিরাতের শীর্ষস্থান অর্জন

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১১:৩৬, ২৪ জুলাই ২০২৫
বিশ্বের নিরাপদ দেশ হিসেবে আমিরাতের শীর্ষস্থান অর্জন

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত আবারো বিশ্বের নিরাপদ দেশগুলোর শীর্ষস্থান অর্জন করেছে। 
অনলাইন ডাটাবেস নুমবিওর ‘সুরক্ষা সূচক ২০২৫ অর্ধ বার্ষিক র‌্যাংকিং’ অনুসারে সংযুক্ত আরব আমিরাত ৮৫.২ পয়েন্ট নিয়ে পৃথিবী সেরা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের পরে আন্ডোরা, কাতার, তাইওয়ান এবং ম্যাকাও (চীন) সহ পাঁচটি দেশ সুরক্ষা সূচকে এগিয়ে রয়েছে। 

বর্তমান নিরাপত্তা সূচক অনুসারে সংযুক্ত আরব আমিরাত ২০০টিরও বেশি জাতীয়তার আবাসস্থল হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সুসংহত সমাজ গড়ে তোলার জন্য আলাদা।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে এই তালিকার শীর্ষে ছিল অ্যান্ডোরা। জুলাইয়ের অর্ধ-বার্ষিক তালিকা আমিরাত শীর্ষস্থান দখল করে নিয়েছে। এবারের তালিকায় ৮৪.৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে আসে অ্যান্ডোরা। এটি ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত একটি ছোট্ট দেশ। 

কাতার ৮৪.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অর্জন করেছে। তাইওয়ান চতুর্থ এবং ম্যাকাও পঞ্চম অবস্থানে রয়েছে।

সৌদি আরব সূচকে ১৪তম এবং বাহরাইন ১৫তম। 

যুক্তরাজ্য ৫১.৬ সূচক পয়েন্টে নিয়ে ৮৬তম স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ৫০.৮ পয়েন্ট নিয়ে ৯১তম স্থানে রয়েছে। 

আন্তর্জাতিক সংস্থা নুমবিও পরিচালিত ‘সুরক্ষা সূচক’ অনুসারে, আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে বিবেচিত হয়েছে। শহরটি ৮৮.২ পয়েন্টের স্কোরসহ সুরক্ষা সূচকে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছে।  এদিকে, দুবাই বিশ্বের নিরাপদ শহরগুলোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

ঢাকা/হাসান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়