Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

নাটোরে বউ বাজি রেখে অনলাইন জুয়া, সংঘর্ষে আহত ২

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১২, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাটোরে বউ বাজি রেখে অনলাইন জুয়া, সংঘর্ষে আহত ২

নাটোর সদর উপজেলায় বউ বাজি রেখে অনলাইন জুয়া খেলার জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে ফিরোজা (৪৫) ও রেখা (৫০) নামের দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পার হালসা আশ্রয়ন গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের শাজাহানের ছেলে আশিক (২৭), শুকুরের ছেলে মহসিন (২৫) ও শফি মন্ডলের ছেলে শহিদ (৩৫) মিলে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলছিল। এই জুয়ায় তারা নিজেদের স্ত্রীদের বাজি রাখে। বিষয়টি তাদের পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে তাদের স্ত্রীরা এসে সেখানে ঝগড়া শুরু করে। সেখানে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তারা নিজেদের বাড়িতে চলে যায়। পরে রেখার ছেলে রাকিব ও ভাই রঞ্জু আশিকের বাড়িতে গিয়ে তার শাশুড়ি ফিরোজাকে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় মহিউদ্দিনের স্ত্রী রেখা খাতুনও আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভিকটিমদের পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।

অনলাইন জুয়া খেলার ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

নাটোর/আরিফুল/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়