ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের উদ্বোধন

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের উদ্বোধন

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের উদ্বোধন করা হয়েছে।

লালমোহন উপজেলায় শাহাবাজপুর কলেজ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় পার্কের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্থানীয় সংসদ সদস্য নূরুনবী চৌধুরী শাওনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য আলী আজম মুকুল এবং আরও ১২ জন সংসদ সদস্য।



ডিজিটাল পার্কটি নির্মাণ করেছেন সংসদ সদস্য নূরুনবী চৌধুরী শাওন। তিনি বলেন, এটা তার স্বপ্ন ছিল। দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। বহু প্রতীক্ষার পর তার স্বপ্ন পূরণ হলো।

ডিজিটাল পার্কে রয়েছে এলইডি টিভি। যার মাধ্যমে খেলাধুলাসহ সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান দেখা যায়। থাকছে ফ্রি ওয়াইফাই, নৌকার বিশাল আলোকচিত্র। আছে ডিজিটাল বিনোদন ব্যবস্থাসহ অনেক কিছু।




রাইজিংবিডি/ভোলা/১৬ মার্চ ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়