ঢাকা     বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

টঙ্গীতে জঙ্গিবিরোধী অভিযান, আটক ৩

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টঙ্গীতে জঙ্গিবিরোধী অভিযান, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীর গাজীপুরা এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসার আশপাশের বিভিন্ন ছাত্রাবাস ও বাসাবাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত জেলা পুলিশের  এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো তৌহিদুল ইসলাম (১৮), আবদুল্যাহ (৩০) ও আনিসুর রহমান (৪২)।

তৌহিদুল ইসলাম তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, বিকেল ৫টার দিকে ওই এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে শতাধিক পুলিশ অংশ নেন। বিভিন্ন ছাত্রাবাসসহ বেশ কিছু বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ জানান, এটি তাদের রুটিন ওয়ার্ক।জঙ্গিবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

 

 

 

রাইজিংবিডি/ গাজীপুর /৩০ মার্চ ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়